নওগাঁয় ফিল্মিস্টাইলে বাড়িতে হামলা-লুটপাট, থানায় অভিযোগ দায়ের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় কতিপয় দুর্বৃত্তদের নিয়ে নিজের শ্বশুড়-শ্বাশুড়িকে মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পাহাড়াপুর গ্রামে। এই ঘটনায় সদর থানায় মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে পাহাড়পুর গ্রামের বেলাল হোসেনের ছেলে সুমন হোসেনের স্ত্রী রুনা খাতুন (২০) তার শ্বশুড়বাড়িতে রাখা জিনিসপত্র নিতে বেলাল হোসেনের বাড়িতে যান। বাড়িতে গিয়ে রুনা জোড়পূর্বক ঘরে রাখা বিভিন্ন জিনিসপত্র নিতে গেলে শ্বশুড় বেলাল তার ছেলের সঙ্গে কথা বলে জিনিপত্র না দিতে চাইলে রুনা ও তার সঙ্গের লোকজন উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে বেলালের স্ত্রী খুশি বেগমের চুল ধরে মাটিতে ফেলে কিলঘুশি মারতে থাকে। এরপর ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ওয়ারড্রপে রাখা ১লাখ ৭৫হাজার টাকা নিয়ে নেয়। এরপর বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা এলে রুনাসহ অন্যান লোকজন প্রাণনাশের হুমকি-ধামকী প্রদান করে চলে যায়। এতে করে বেলাল ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাদী খুশি বেগমের স্বামী বেলাল হোসেন বলেন আমার ছেলে সুমন হোসেনের সঙ্গে বিভিন্ন কারণে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই সুমন মোবাইলের মাধ্যমে তার স্ত্রীকে দিয়ে আমাদের উপর এমন হামলা করিয়েছে। এছাড়াও সুমনের স্ত্রী ও তার সঙ্গীয় লোকজন প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি-ধামকী দিয়ে আসছে। এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। আমি এই রকম নাক্কারজনক ঘটনার দৃষ্টান্তর মূলক শাস্তি চাই। সমুনের স্ত্রী রুনা খাতুন বলেন বাড়ি-ঘর ভাংচুর, টাকা লুটপাট ও মারপিটের বিষয়টি সম্পন্ন মিথ্যে ও ভিত্তিহীন। আমার শ্বশুড়-শ্বাশুড়ির সঙ্গে তাদের ছেলের কি হয়েছে তা আমি জানি না। বিয়ের পর থেকে তারাই আমার উপর বিভিন্ন রকমের অত্যাচার ও নির্যাতন করে আসছে। আমাকে তাদের বাড়িতে রাখবেন না। তাই তাদের কথা মোতাবেক সোমবার বিকেলে আমার জিনিসপত্র নিতে গেলে তারা জিনিসপত্র দিবে না বলে আমাকে গালিগালাজ করার এক পর্যায়ে শ্বাশুড়ি ও দেবর আমাকে মারপিট করতে থাকে। আমি তাদের ঘরবাড়িতে কোন প্রকারের ভাংচুর কিংবা টাকা কিছুই নেয়নি। জিনিসপত্র নেওয়ার জন্য আমি আর একজন ভ্যানওয়ালা গিয়েছিলাম মাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়াদী হোসেন বলে আমি এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় বজ্রপাতে নিহত ২ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত নওগাঁয় প্রবাসী নারীর স্বাক্ষর জালিয়াতি করে স্বামীকে ভুয়া তালাক নওগাঁয় সম্পত্তি লিখে নিয়ে বাবাকে দঁড়ি দিয়ে বেঁধে রেখেছে সন্তানরা নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বিধবাকে ধর্ষনের অভিযোগে ইমামসহ ৭জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার-২ নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: থানায় অভিযোগ দায়েরনওগাঁয়ফিল্মিস্টাইলেবাড়িতেহামলা-লুটপাট