টিকা নিলেন জয়পুরহাটের ডিসি-এসপি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা টিকা নেন।

জেলা আধুনিক হাসপাতাল চত্বরে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বতর্ফুত ভাবে করোনা ভ্যাকসিন গ্রহন করছেন সাধারণ মানুষ।

টিকা প্রদান জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম টিকা গ্রহণ শেষে বলেন, কোন প্রকার অসুবিধা অনুভব করছেন না।

জয়পুরহাট জেলায় প্রথম দিন রোববার (০৭ ফেব্রুয়ারি) ২৬৯ জন করোনার টিকা গ্রহণ করলেও দ্বিতীয় দিন সোমবার করোনার টিকা গ্রহণ করেন ৭০৯ জন।

টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

ইতোমধ্যে সোমবার পর্যন্ত ৪ হাজার ব্যক্তি অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।