ধামইরহাটে বিজিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা জব্দ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনওগাঁর ধামইরহাটে বিজিবি’র অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজা জব্দ করেছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- শুক্রবার দিবাগত রাত ৯টায় পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে ধামইরহাট উপজেলার উস্তমাবাদ মাঠের মধ্যে টহল অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।