নওগাঁয় সুবিধা বঞ্চিত মানুষের পাশে সিরাজী ফাউন্ডেশন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় সুবিধা বঞ্চিত মানুষের ব্যতিক্রমী সংগঠন সিরাজী ফাউন্ডেশন। সমাজের পিছিয়ে পড়া, ছিন্নমূল, অসহায়, গরীব, খেটে খাওয়া, অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠিকে কর্মসংস্থানের মাধ্যমে সমাজে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে এই সিরাজী ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সোমবার সদর উপজেলার মুরাদপুর গ্রামে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এসময় শীতবস্ত্র বিতরন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁর বেলকোন গ্রুপের জিএম ওয়াহেদ হোসেন আলাল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশনের পথচলা। আমরা মহিলাদের যোগ্যতা অনুসারে কারিগরি কাজের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপকরন ও মূলধন প্রদান করি। এই উপকরন দিয়ে তারা যে সব পন্য তৈরি করে সেগুলো ফাউন্ডেশন সংগ্রহ করে তা বাজারজাত করে তার অর্থ সেই সব মহিলাদের হাতে তুলে দেয়। বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে মেয়েদের মাঝে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক সেমিনার ও কমসূচির আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি। এছাড়াও ভিক্ষুকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও মূলধনের ব্যবস্থা করে তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত করে আসছে এই ফাউন্ডেশনটি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করেছে এই প্রতিষ্ঠানটি। আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। Share this:FacebookX Related posts: নওগাঁয় জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ আত্রাইয়ে শীতার্তদের পাশে স্ট্যান্ডার্ড ব্যাংক নওগাঁর সাপাহারে অতিথি পাখির কলতানে মুখরিত জবই বিল ১২বছর দঁড়িতে বাধা রাণীনগরের ভারসাম্যহীন যুবক সুজন নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ নওগাঁয় ছোট যমুনার ধারে ময়লা-আবর্জনা দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগী বাছাই কার্যক্রম উদ্ধোধন পুলিশ সুপারের উদারতায় ঠাঁই পেলো শিশুটি পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: নওগাঁমানুষের পাশেসিরাজী ফাউন্ডেশনসুবিধা বঞ্চিত