জাতীয় পার্টির ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের পার্টির ৪১ সদস্যের প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন। জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক জিএম কাদের এই নাম ঘোষণা করেন। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের নাম অন্তর্ভূক্ত হয়েছে তারা হলেন- মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ),মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), সুনীল শুভ রায় (খুলনা), এস এম ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা),সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্ত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর) , আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মো. সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)। ৮ জন অতিরিক্ত মহাসচিব উল্লেখিত প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক ৮ জনকে ৮ বিভাগের জন্য জাপার অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে। যাদের অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে তারা হলেন- গোলাম কিবরিয়া টিপু (বরিশাল বিভাগ), সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফখরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)। গত ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল হয়। এতে জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জি এম কাদের। আর মহাসচিব হন মসিউর রহমান রাঙ্গা। এছাড়া রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। Share this:FacebookX Related posts: জাতীয় পার্টি চেয়ারম্যান করোনায় আক্রান্ত আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক টাস্কফোর্সের নামে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি মিথ্যাচার করে জিয়াকে খাটো করার অপচেষ্টা করছে: ফখরুল বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী আ.লীগের বিধানে দয়া-মায়ার লেশমাত্র নেই জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৩৭ প্রেসিডিয়াম সদস্যেজাতীয় পার্টিনাম ঘোষণা