ভালুকায় মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে আদালতে মামলা অত:পর জালিয়াতি প্রকাশ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আব্দুল মতিন খাঁ (৭২) ময়মনসিংহ বিজ্ঞ ভালুকা সিনিয়র সহকারী জজ আদালতে অন্যের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে একই এলাকার মৃত:আব্দুল বারিক খানের ছেলে মো: শরিফ খান (গং) দের বিরুদ্ধে মোকাদমা নং-১৯৩/২০২০সন (অন্য প্রকার) দায়ের করেন।

মামলার বিবাদী শরিফ খান মতিন খাঁ’র ব্যবহৃত মুক্তিযোদ্ধা সনদ চ্যালেঞ্জ করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন উপজেলা সমাজ সেবা অফিসারকে তদন্তে দায়িত্ব বার প্রদান করেন।

উপজেলা সমাজ সেবা অফিসার তাহামিনা নাসরিন তদন্ত করে দেখেন উনি প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এবং মো:আব্দুল মতিন খাঁ’র ব্যবহৃত মুক্তিযোদ্ধা গেজেটি অনুসন্ধানে দেখা যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালেব খান গেজেট নং ২০৬৬ (ভাতা প্রাপ্ত) এর নাম। মো: মতিন খাঁ মোবাইল ফোনে জানান,তিনি জালিয়াতি অ-স্বীকার করে নিজেকে একজন মুক্তিকযোদ্ধা দাবী করেন।