সরিষাক্ষেত থেকে মেছো বাঘ শিকার

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : কৃষকের সরিষাক্ষেতে কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল কয়েকটি মেছো বাঘ। বাঘগুলোকে বনের পশু ভেবে গুরুত্ব দেয়নি স্থানীয় কৃষকরা। তবে সে বাঘগুলো চোখ এড়াতে পারেনি সাঁতালদের। বেশ কিছুদিন আগে সাঁওতালরা বনের পশু পাখি শিকারে এসে দেখতে পান বাঘগুলো।

এর পর হতেই তারা বাঘগুলো শিকারের জন্য ওঁৎ পেতে থাকে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের তীর ধনুকে আটকা পড়ে একটি মেছো বাঘ। পেটে এবং গলায় ধনুক আটকে সাঁওতালদের হাতে জীবন দিতে হয় বাঘটিকে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের দড়ি চক এলাকার মুর্শিদবাড়ী বিলে।

গোদাগাড়ী এলাকা হতে আসা সাঁওতার কার্তিক মুন্ড জানান, শীতকালে তারা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তারা বন্য পশু পাখি শিকারের জন্য বের হন। কয়েক দিন আগে তারা ঘুরতে ঘুরতে চোখে পড়ে কয়েকটি মেছো বাঘ। বিষয়টি তারা স্থানীয়দের না জানিয়ে বাঘগুলোকে শিকারের উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকে। অবশেষে বুধবার সকালে সফল হয় তাদের মিশন।

স্থানীয় বরই ব্যবসায়ী রনি জানান, শিকারীদের কারণে আজ বিলুপ্ত হতে বসেছে গ্রামাঞ্চলের পশু পাখি। বাঘটি শিকার করে সাঁতালরা অন্যায় করেছে। তিনি সাঁওতালদের হাত থেকে পশু পাখি রক্ষা করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে জানতে চাইলে মোবারকপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা বলেন, বাঘ শিকারের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন আরও কেও অন্যায়ভাবে পশু পাখি স্বীকার করতে না পারে সে বিষয়ে স্থানীয় মাঠগুলোতে নজরদারি বাড়ানো হবে।