কুড়িলে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মো. শাহিন (৪১) নামের এক ব্যক্তির। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন রংপুর জেলার মিঠাপুকুর থানার বৈরাতীহাটের ইমাদপুর গ্রামের মোজাবর হোসেনের ছেলে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম প্রতিবেদককে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ের পাশে মো. শাহিন মিয়া (৪১) নামে একজন ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।

সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশের কাছে হস্তান্তর করে।