রায়পুরে বিট পুলিশের চমক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

অনলাইন ডেস্ক : রায়পুর থানা পুলিশ এর আওতাধীন বিট পুলিশ এর দায়িত্বরত উপ-পরিদর্শকের কাছে ৩নং চরমোহনা ইউনিয়নে জসিম নামে এক সাজাপ্রাপ্ত আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালতের সিআর একটি মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিলো।

দায়িত্বরত বিট পুলিশ কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে গেলে, বাড়িতে যেয়ে পাওয়া যায় নাই। পরে আসামী জসিম এর পরিবারকে সেচ্ছায় আত্মসমর্পণ করার অনুরোধ করে আসেন পুলিশ সদস্যরা।

আসামি জসিম গণমাধ্যম কর্মীদের বলেন, আমি সাজাপ্রাপ্ত আসামি হয়ে মানবেতর জীবন যাপন করেছিলাম। আমার পরিবার যেন আমার কারনে হয়রানির শিকার না হয়, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেচ্ছায় বিট পুলিশ এর কাছে আত্মসমর্পণ করি। রায়পুর থানা পুলিশ আমার পরিবারের সাথে ভালো আচারণ করায় আমি ওসি আব্দুল জলিলের সাথে পরামর্শ করে সেচ্ছায় আত্মসমর্পণ করি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি, ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এর নির্দেশে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশিং সেবাকে কার্যকর ভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবার নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে রায়পুর থানা এলাকায় বিট পুলিশিং এর কার্যক্রম তৎপরতায় সিআর ১৫০/১৭ সংক্রান্তে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন, পিতা-আবু ছিদ্দিক, সাং-চর মোহনা, থানা-রায়পুর, চর মোহনা ইউপি বিট পুলিশিং অফিসারের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন।

পরবর্তীতে উক্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়। এই ধরনের সাজাপ্রাপ্ত আসামীরা সেচ্ছায় আত্মসমর্পণ করলে এবং বিট পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছানোর কারনে পুলিশ হচ্ছে জনতার, আর এটাই আমাদের মুজিব বর্ষের অঙ্গীকার।