নিখোঁজের একদিন পর বাঁশঝাড় থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নাটোরে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার হালসা গ্রামের জনৈক নুরু মিয়ার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কামরুল নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে নাটোর শহরে অবস্থিত রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আরএসটি) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। নিহতের পরিবারের দাবি, শনিবার ৪ (জানুয়ারি) রাত ৯টার দিকে কে বা কারা কামরুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। বিকেলে এলাকার শিশুরা খেলতে গিয়ে বাঁশঝাড়ের ভেতর পায়ের মোজা দেখতে পায়। পরে রাত ৮টার দিকে পরিবারের লোকজন নুরু মিয়ার বাঁশ বাগানে গিয়ে কামরুলের মরদেহ শনাক্ত করে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে কামরুলের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, কামরুলের শরীরের কয়েকটি স্থানে কোপানোর চিহ্নসহ একটি চোখ তুলে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার আত্রাইয়ে চোলাই মদসহ আটক-২ আত্রাইয়ে গুড়ি গুড়ি বৃষ্টি কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রাণীনগরে করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেলেন যুবক আত্রাইয়ে উদ্ধারকৃত অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় মিলেছে করোনা আইসোলেশনের চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডারের মিটার উদ্ধার, গ্রেফতার ৩ প্রধান সড়কে ধানের বাজার নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি বড়াইগ্রামে ট্রাকের চাপায় ডিশ লাইন কর্মীর মৃত্যু মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু লালপুরে গাঁজাসহ ইউপি সদস্যসহ আটক ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: ছাত্রের লাশ উদ্ধারনিখোঁজের একদিন পরবাঁশঝাড়বিশ্ববিদ্যালয়