ব্রাজিলে করোনায় মৃত্যু সোয়া ২ লাখ ছাড়াল

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃব্রাজিলে সোমবার করোনা ভাইরাসে নতুন করে ৬০৯ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১৪৩ জন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। দেশটিতে নতুন করে ২৫ হাজার ২৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ৩০ হাজার ১৬ জন।

ব্রাজিলের জনবহুল সাও পাওলো রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে রেড অ্যালার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অদরকারি কাজ বন্ধ রাখা হয়েছে। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে কর্তৃপক্ষ সোমবার ঘোষণা দিয়েছে।

উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্য থেকে ৪০৬ জন রোগীকে বিমানে করে অন্য ১৬টি রাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ রাজ্যে অক্সিজেন সংকটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এ দিকে সারা বিশ্বে করোনায় মোট মারা গেছে ২২ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। মোট আক্রান্ত ১০ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৮১০ জন।