ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর বাড্ডা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

সোমবার রাত ১০টা ৫ মিনিটের দিকে মধ্য বাড্ডার কাঠাঁল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মো. কেফায়েত উল্লাহ ও মো. আনোয়ার হোসেন।

গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, সোমবার রাতে মধ্য বাড্ডার কাঠাঁল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে বাড্ডা থানায় মামলা রুজু করা হয়েছে।