অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বদি আলম (২০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়ার) পক্ষে আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে আভিযান চালায় র‍্যাব। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দুটি বস্তাসহ পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৯টি এসবিবিএল ও একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃতরা স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র গুলি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে সন্ত্রাসী গ্রুপের নিকট ক্রয়-বিক্রয়, নিজেদের হেফাজতে রাখাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। অস্ত্রসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।