শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; বগুড়ার আদমদীঘিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার রাত ৯টার দিকে উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসএসসি ১৯৮৮ ব্যাচ।
এ সময় উপস্থিত ছিলেন, বিডি-৮৮ এর মডারেটর লছমী প্রসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান চাঁপা খন্দকার, মোহাজের হাসান, নুরুজ্জামান বুলবুল, জালাল, কফিল, বুলবুল আহমেদ, আলম, ময়েন প্রমূখ।

আয়োজকরা জানান, আগামীতেও বিডি-৮৮’র এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে। আমরা সবাই যদি সাধ্যমতো আমাদের আশপাশের এসব মানুষদের পাশে বিভিন্ন দুর্যোগের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে এই মানুষগুলোও জীবনটাকে সুন্দর ভাবে উপভোগ করতে পারে। তাই সরকার ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এসব মানুষদের পাশে সহযোগিতা করার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিৎ।