১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।সোমবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ। মহামারি করোনাভাইরাসের টিকা ইতিমধ্যে দেশে চলে এসেছে এবং এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। যার ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শুক্রবারসহ সরকারি ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছেন। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে চার লাখ টিকা। আরেক অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, তিনিসহ টিকা নেয়া সবাই সুস্থ আছেন। যদিও একটি সূত্র জানিয়েছে, টিকা নেয়া বেশ কয়েকজনের কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে এখন সবাই সুস্থ আছেন। Share this:FacebookX Related posts: মানবতার কল্যাণে স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত হওয়ার আহ্বান বন্দর-জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ৩ কিলোমিটারের বেশি দৃশ্যমান অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তুলনাহীন: তথ্যমন্ত্রী বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়: প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ বেতনের দাবিতে শিক্ষকরা রাস্তায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ হাতিরঝিলে আরও ৩১ উত্যক্তকারী কিশোর আটক ‘ভ্যাকসিন ছাড়া এই ভাইরাস নির্মূল করা দূরূহ’ আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ১০ ফেব্রুয়ারি পর্যন্তছুটি বাতিলস্বাস্থ্যকর্মীদের