পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জাকিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভায় নব-নিবার্চিত প্রথম নারী মেয়র হিসেবে দিয়িত্ব নিলেন জাকিয়া খাতুন। বিদায়ী পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম জাকিয়া খাতুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ৩১ জানুয়ারি (রবিবার) সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বিদায়ী পৌর মেয়ার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর সভার নব-নিবার্চিত কাউন্সিলর, মহিলা কাউন্সিল, পৌর সভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন মেয়র জাকিয়া এ সময় বলেন, “বিগত মেয়রের অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন।” তিনি আরও বলেন,” যুব সমাজ আজ মাদকাসক্ত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের জন্য কাজের ব্যবস্থা করা হবে। তিনি পঞ্চগড়ের উন্নয়নে বিদায়ী মেয়রের সহযোগীতা কামনা করেন।” Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন পঞ্চগড়ে ফেন্সিডিলসহ সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে শিক্ষার্থীকে ভর্তি ফরম দিলেন না প্রধান শিক্ষক পঞ্চগড়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ ফুটবল টুর্ণামেন্টের র্যালি পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পঞ্চগড়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ পঞ্চগড়ের বিসিক শিল্প নগরিতে চা প্রক্রিয়াজাত কারখানা হচ্ছে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল উদ্ধার পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় সাইকেল আরোহী নিহত পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় পঞ্চগড় নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: দায়িত্ব নিলেন জাকিয়াপঞ্চগড়পৌরসভায়প্রথম নারী মেয়র হিসেবে