পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জাকিয়া

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভায় নব-নিবার্চিত প্রথম নারী মেয়র হিসেবে দিয়িত্ব নিলেন জাকিয়া খাতুন। বিদায়ী পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম জাকিয়া খাতুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
৩১ জানুয়ারি (রবিবার) সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বিদায়ী পৌর মেয়ার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর সভার নব-নিবার্চিত কাউন্সিলর, মহিলা কাউন্সিল, পৌর সভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন মেয়র জাকিয়া এ সময় বলেন, “বিগত মেয়রের অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন।”

তিনি আরও বলেন,” যুব সমাজ আজ মাদকাসক্ত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের জন্য কাজের ব্যবস্থা করা হবে। তিনি পঞ্চগড়ের উন্নয়নে বিদায়ী মেয়রের সহযোগীতা কামনা করেন।”