ভালুকা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ১৩,৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব হাতেম খান ৪,১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েয়েন।

গত ৩০ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিরতীহিন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যা চোখে পড়ার মত ছিলো। ভালুকা পৌর এলাকায় মোট ভোটারের সংখ্যা ছিলো ২৫,০৪৪ (পঁচিশ হাজার চ্চল্লিশ)। পরদিন ৩১ জানুয়ারী রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে ২,৪,ও ৫নং-ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ভোট গণনায় ভুল হয়েছে বলে অভিযোগ করেন।

এ সময় ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও রোড ১ ঘন্টা অবরোধ করে কাউন্সিলরদের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রিণে আনেন এবং পূর্ণ ভোট গণনার আশ্বাস দেন।