চকরিয়ায় লক্ষ্যারচরে ৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি জাফর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ; কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম শনিবার উদ্বোধন করেছেন একসঙ্গে ৮টি উন্নয়ন প্রকল্পের। তন্মধ্যে কয়েকটি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে এবং বাকীগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে সাত কোটি টাকার বেশি। এসব উন্নয়ন প্রকল্পের কারণে অবহেলিত লক্ষ্যারচর ইউনিয়নের চেহারা পাল্টে গেছে। সড়ক যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল ইউনিয়নের মানুষ ভোগ করতে শুরু করেছে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জি এম কাইছারের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়নের এসব উন্নয়ন প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়িত হয়েছে এবং বাকীগুলোও বাস্তবায়নের পথে। পুরোপুরি বাস্তবায়নের পর উদ্বোধন করা হয়েছে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্যারচর ইউনিয়নের পূর্ব পাড়ায় এইচবিবি দ্বারা নির্মিত সড়ক, ২৩ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব পাড়া মিশ্রিজানের ছড়ার ওপর নির্মিত বক্স সেতু, ২১ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে জহির পাড়া সড়কের ওপর নির্মিত বক্স সেতু, ২৩ লক্ষ টাকা ব্যয়ে নলবিলা বার আউলিয়া নগর সংযোগ সড়কের ওপর নির্মিত বক্স সেতু, ৫ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন। নিজের জায়গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম কাইছারের ব্যক্তিগতভাবে ২০ লক্ষ টাকা ব্যয়ে চকরিয়া মাল্টি ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে এমপি জাফর আলমের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ সড়ক, এমপির পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদানে নির্মিতব্য আল মোস্তফা এতিম প্রকল্পের আবাসিক ভবন নির্মাণ (এই ভবন নির্মাণে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে)। অপরদিকে এমপি শুভ উদ্বোধন করেন লক্ষ্যারচর যুব পরিষদ আয়োজিত চেয়ারম্যান জি এম কাইছার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। লক্ষ্যারচরে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এমপি জাফর আলমের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, আল মোস্তফা এতিম প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত শিক্ষক আবু মুছা, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম কাইছার, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সহ-সভাপতি মো. সাইকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আবচার সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেম্বার শামসুল আলম ও সরওয়ার মাহমুদ, সাবেক ব্যাংক কর্মকর্তা শফিক আহমদ, আমেরিকা প্রবাসী সোহরাব হোসেন মিন্টু, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ছরওয়ার উদ্দিন। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম কাইছার বলেন, ‘দীর্ঘদিন পর আওয়ামী লীগ দলীয় একজন মাননীয় সংসদ সদস্য পাওয়ায় অন্যান্য ইউনিয়নের মতো আমার ইউনিয়নেও একসঙ্গে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে সক্ষম হয়েছি। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় যোগাযোগ ও শিক্ষাখাতে আমূল পরিবর্তন সাধিত এবং লক্ষ্যারচরের মানুষ উপকৃত হয়েছেন।’ এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘দেশ স্বাধীনের ৪৩ বছর পর কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ দলীয় এমপি নির্বাচিত হওয়ায় কোন এলাকা উন্নয়নের বাইরে থাকবে না। তারই ধারাবাহিকতায় অবহেলিত লক্ষ্যারচর ইউনিয়নে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং হচ্ছে। এমপি জাফর আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী আছেন বলেই উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এগিয়ে যাচ্ছে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের মতো জায়গাও।’ Share this:FacebookX Related posts: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-৪ নোয়াখালীতে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত নবীনগরে দুই এমপি’র আর্থিক অনুদান যুবলীগকর্মী হত্যার প্রধান আসামি সোহেল ‘বন্দুকযুদ্ধে’ নিহত বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৮টি উন্নয়ন প্রকল্পউদ্বোধন করলেনএমপি জাফরচকরিয়ায়লক্ষ্যারচরে