বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি ; বাগেরহাটে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৬,(স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ০১নং বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রামস্থ্য জনৈক কামাল এর বসত বাড়ির উত্তর পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৮ জানুয়ারী ২০২১ খ্রিঃ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ সেলিম গাজী(৩৫), পিতা-মোঃ সাহেব আলী গাজী, মাতা-মোছাঃ রিজিয়া বেগম, সাং-দিগরাজ, থানা-মংলা, জেলা-বাগেরহাট ২। আঃ সবুর(৩৫), পিতা-মৃত-আইয়ুব আলী মন্ডল, মাতা-মৃত-আমেনা খাতুন, সাং-নারায়নপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।