নেত্রকোনায় চোলাই মদসহ আটক-২

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
????????????????????????????????????

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ কলেজ রোডস্থ এলাকা হতে চোলাই মদসহ ০২ জন আসামীকে আটক করছেন র‌্যাব-১৪। ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরী করে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গত ০৪/০১/২০২০ তারিখ ১১.১৫ ঘটিকার সময় নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ কলেজ রোডস্থ সবুজ ফকিরের মালিকানাধীন চায়ের দোকানের পাশে গরু হাটের পিছনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর আসামী ১। টুনুরবি দাস (৫৮), ২। খোকন রবি দাস (৪০),উভয় পিতা-ফিকিররবি দাস, সাং-গোহলাকান্দা,পোস্ট- শ্যামগঞ্জ, থানা-পূর্বধলা,জেলা-নেত্রকোনাদ্বয়কে ৫৫(পঞ্চান্ন) লিটার কথিত দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে বিরুদ্ধে নেত্রকোন জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

????????????????????????????????????