বিএনপি ‘হাল ছেড়ে দেওয়ায়’ চসিক নির্বাচনে ভোটের হার কম: তথ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃতথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের মহামারীর পাশাপাশি বিএনপি ‘হাল ছেড়ে দেওয়ায়’ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার কম হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “সেখানে ভোটার টার্নআউট কম হওয়ার প্রধান কারণ করোনা। দ্বিতীয়ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে ছিল।” হাছান মাহমুদ বলেন, “কার্যত নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য বিএনপির যেভাবে মাঠে থাকা প্রয়োজন ছিল, সেভাবে মাঠে ছিল না। যে সহিংসতাগুলো হয়েছে সেগুলো কাউন্সিলর প্রার্থীদের মধ্যেই হয়েছে।” কবে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন, সেই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, করোনার টিকার প্রায়োরিটি অনুযায়ী আমার অবস্থান কোথায় আমি জানি না। তবে যারা প্রায়োরিটি লিস্টে আছে তারাইতো পাবেন প্রথমে। তিনি বলেন, “লিস্টের মধ্যে একটি জিনিস দেখেছি, ৫৫ বছরের বেশি বয়স্করা সবাই টিকা পাবেন। আমার বয়স ৫৫ বছরের বেশি, আমি টিকা পাওয়ার যোগ্য।” ‘ফ্রন্টলাইন ফাইটারা’ প্রথমে টিকা পাওয়ার অধিকার রাখেন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জনগণকে দিয়ে পরে টিকা আমরা নেব। আমিও ব্যক্তিগতভাবে মনে করি, জনগণকে টিকা দেওয়ার পর… যারা ফ্রন্টলাইন ফাইটার বা যাদের টিকা পাওয়া খুবই জরুরি তারা পাওয়ার পর আমাদের অধিকার।” ফাটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে সংগঠনের নব-নির্বাচিত কমিটির সদস্যরা এদিন তথ্যমন্ত্রীর মধ্যে সৈজন্য সাক্ষাৎ করেন। তাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “ফটো সাংবাদিকরা অনেক মুহূর্তকে এমনভাবে ধরে রাখেন, যেটি অন্য কেউ করতে পারে না। ফটো সাংবাদিকদের কাজ সবাই বুঝতে পারেন না। সবার বোঝার মত হয়ত দৃষ্টিও নেই। নিউজের সঙ্গে যখন ছবি যায়, নিউজটাকে পূর্ণতা দেয়।” Share this:FacebookX Related posts: সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী বিএনপি এখন হোম আইসোলেশনে: তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয় জঙ্গিনির্মূলে বড় বাধা : তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতায় জাতির কাছে ক্ষমা চান- বিএনপিকে তথ্যমন্ত্রী বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী বিএনপি থাকে অন্ধকারে, চারদিকে দেখেও অন্ধকার: তথ্যমন্ত্রী উন্নয়ন অগগ্রযাত্রা বিএনপি দেখতে পায় না: তথ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ : তথ্যমন্ত্রী আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী বিএনপি চাইলে ‘আগে করোনা টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী কাতুকুতু দিয়ে লাভ হবে না : তথ্যমন্ত্রী আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কমতথ্যমন্ত্রীবিএনপি ‘হাল ছেড়ে দেওয়ায়’ চসিক নির্বাচনেভোটেরহার