যুক্তরাষ্ট্রে নির্বাচনপরবর্তী সহিংসতার আশঙ্কায় সতর্কতা জারি

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর দেশব্যাপী সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি দফতর।

নির্বাচনপরবর্তী আবারও সহিংসতার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। তবে হামলার পরিকল্পনার নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো তথ্য না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে জারি করা জাতীয় সন্ত্রাসবাদ অ্যাডভাইজরিতে বলা হয়েছে– নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশগ্রস্ত ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন।

নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার বেশ কিছু দাঙ্গাকারীকে আটক করা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি দফতর মনে করছে, সফলভাবে প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি থাকবে।

ক্ষমতার পালাবাদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছেন কট্টরপন্থীরা। একই সঙ্গে সহিংসতা চালাতে উসকানি দেওয়া হচ্ছে।