১১ জেলায় টিকা যেতে পারে আজ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

সময় সংবাদ ডেস্কঃঢাকায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি আজ বুধবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। একইসঙ্গে ঢাকার বাইরেও ১১ জেলায় এই টিকা বিতরণের কথা রয়েছে। বিশেষ নিরাপত্তায় পুলিশ ঢাকা থেকে প্রতিটি টিকাবাহী গাড়ি গন্তব্যে পৌঁছে দেবে বলে জানা গেছে।

জানা গেছে, ইতোমধ্যে টিকাবাহী গাড়ির নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই পুলিশ টিকাবাহী গাড়ির নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া যেসব স্থানে টিকা দেয়া হবে, সেখানেও থাকবে কড়া নিরাপত্তা।

এদিকে টিকাবাহী গাড়ির নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য পুলিশ সদরদফতরে একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পুলিশ সদরদফতরে এক সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় টিকাবাহী গাড়ির নিরাপত্তা দেখভাল করাসহ সংশ্লিষ্ট আরও বিষয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, টিকাবাহী গাড়ি গন্তব্যে পৌঁছাতে যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে, এজন্য প্রতিটি গাড়ির সঙ্গে ঢাকা থেকে ভিআইপি নিরাপত্তা থাকবে। এছাড়া ঢাকা থেকে গাড়ি রওনা হওয়ার পর যেসব জেলার ওপর দিয়ে গন্তব্যে পৌঁছবে, সেসব জেলার পুলিশ নিরাপত্তা দিয়ে আরেক জেলার সীমানায় পৌঁছে দেবে।

গত সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ নামে করোনার টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়। এর আগে ২১ জানুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া উপহারের ২০ লাখ ডোজ দেশে আসে।