নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেব: তাপস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে টিকা চলে এসেছে। এখন ক্রমান্বয়ে টিকা দেওয়া হবে। আমরা সবাই নির্ভয়ে করোনাভাইরাসের টিকা নেব। কেউ ব্ভ্রিান্তি ছড়াবেন না। শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাপস বলেন, ‘এই টিকার তেমন কোনো পার্শপ্রতিক্রিয়া নেই। হয় তো একটু গা গরম হবে। গুজবে কেউ কান দেবেন না। বাকি সময়টা নিরাপদে থাকতে হলে আমাদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। যারা বিভ্রান্তি ছাড়াবে তাদের যেন আমরা সঠিকভাবে জবাব দিতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘ভুলে গেলে চলবে না যে ১/১১, পঁচাত্তর আর আসবে না। ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে যাবে। আমাদের শৃঙ্খলাবন্ধ থাকতে হবে। দলের মধ্যে কেউ শৃঙ্খলা মানবে না, এটা হবে না। আওয়ামী লীগ শৃঙ্খলাবদ্ধ, শক্তিশালী থাকলে যেকোনো ক্রান্তিলগ্নে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব, শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে পারব।’ প্রয়াত এম এ আজিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তাপস বলেন, ‘এম এ আজিজ একজন সাহসী ও নির্লোভী নেতা ছিলেন। তিনি কখনও চাওয়া-পাওয়ার চিন্তা করেননি। তাঁকে অনুকরণ, অনুসরণ করে তার থেকে আমরা যেন শিক্ষা নেই।’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, এম এ আজিজের ছেলে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আজিজ আকবর তামিম প্রমুখ। Share this:FacebookX Related posts: ঢাকায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে: তাপস নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : তাপস ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাপস ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান তাপস দায়িত্ব গ্রহণের পরেই ডিএসসিসি’র ২ শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস মশকনিধনে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে, বাস্তবায়ন শুরু : তাপস মশকনিধনে নতুন পরিকল্পনার কার্যক্রম শুরু: তাপস ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: তাপস উন্নত কোনো দেশের সড়কে বেওয়ারিশ কুকুর পাওয়া যায় না: তাপস করোনাভাইরাস: আরও সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে SHARES Matched Content জাতীয় বিষয়: -তাপসকরোনাভাইরাসের টিকা নেবনির্ভয়ে