৩ দিনের শুভেচ্ছা সফরে কাল মোংলায় আসছে ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক : আজ (সোমবার) ৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছে ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর। মোংলা কোস্টগার্ড সূত্রে জানা গেছে সব কিছু ঠিক থাকলে সোমবার দুপুরে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়বে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সারো জিনি নাইডু’। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটির নেতৃত্ব দেবেন জেনারেল অনুরাগ কৌশিক ও কমডোর সুমিত ডাইমান। ভারতীয় কোস্টগার্ডের এই জাহাজ আগমন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস উপস্থিত থাকার কথা রয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর এতথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ কোর্স্টগার্ড একটি চৌকস দল তাদের যুদ্ধ জাহাজ ‘সিজিএস সোনার বাংলা’য় অবস্থান নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ দুটিকে অভিবাদন জানাবেন। এসময় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক ভারতীয় জাহাজ দুটি ও তার কর্মকর্তাদের বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত করবেন। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারী পর্যন্ত মোংলায় অবস্থান করবে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ দুটি। এসময় দু‘দেশের কোস্টগার্ড বাহিনীর মধ্যে ওয়ার্কসভ, সেমিনার, কনফারেন্সসহ দক্ষতা অর্জনে নানা কৌশল আদান প্রদান হবে। ৩ দিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ৯ জানুয়ারী সকালে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ দুটির মোংলা ত্যাগ করার কথা রয়েছে। Share this:FacebookX Related posts: খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! কুয়েটে জাকজঁমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত যশোরে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ৩ দিনের শুভেচ্ছা সফরকাল মোংলায় আসছেভারতীয় কোস্টগার্ডের দুটিযুদ্ধ জাহাজ