বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। বুধবার সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবু (৩৭) সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে৷ বিভিন্ন সময় সে মাটি কাটার কাজসহ ট্রাক চালাতো।

সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোরহাব বলেন, সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে পিস্তল দিয়ে মারধর করছিলো। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে আমাকে ফোন দেয়। পরে আমি তাকে পিস্তলসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করি৷

তিনি বলেন, বাবু এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন বলেন, তাকে পিস্তলটিসহ আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞেসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।