মদন খাদ্য গুদামে ধান ক্রয় শুরু

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ধানের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষে নেত্রকোনার মদনে কৃষকদের কাছ থেকে রবিবার আমন ধান ক্রয় শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) গোলাম মোস্তফা, ধাদ্যগুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমেন, কৃষক সাইফুল ইসলাম, জিতেশ বৈশ্যসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নে লটারির মাধ্যেমে নির্ধারিত ১ হাজার ৪৪জন আমন কৃষক প্রতিমন ১হাজার ৪০টাকা দরে ১ হাজার ৪৪ মেঃটন ধান বিক্রি করতে পারবেন। এ কার্যক্রম ২৮ ফ্রেরুয়ারী ২০২০ পর্যন্ত চলবে।