আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রণি (২০)। গত সোমবার বেলা ১১ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার বেলা ১১ টার দিকে রণি কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে প্লাটফরমের দিকে আসছিল। এ সময় রাজশাহী অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের চালক বারংবার বাঁশি বাজালেও সে তা অনুভব করতে না পারায় রেললাইন দিয়ে হাঁটতে থাকে।

এক পর্যায় ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে রণি মারা যায়।