জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী)। ১৯৩৬ সালের আজকের দিনে তিনি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিলো কমল। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তিনি। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্র পরিচালনা করে। দেশকে যোগ্য নেতৃত্ব দেয়ার কালে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। সেখানে, ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ঐ লাশ উদ্ধার করে ঢাকার শেরেবাংলা নগরে এনে দাফন করা হয়। তিনি ইস্ট বাংলা রেজিমেন্ট-ইপিআরের বাঙালি পল্টনের মেজর ছিলেন। স্বাধীনতার পর তিনি তৎকালীন বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর তিনি সেনাবাহিনীর প্রধান হন এবং মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে দুস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। Share this:FacebookX Related posts: তিন আসনে উপনির্বাচন আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ শেখ রাসেলের জন্মদিন আজ মাস্টারদা সূর্য সেনের মৃত্যুবার্ষিকী আজ আলহামদুলিল্লাহ আমি খুশি : সাঈদ খোকন করোনা মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুল সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি দেশের ১১ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলার আদেশ আজ দিন-তারিখ দেবো না, বিছানাপত্র গোছান: প্রধানমন্ত্রীকে দুদু করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু, হাসপাতালে ভর্তি SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আজজন্মবার্ষিকীজিয়াউর রহমানের ৮৫তম