আগৈলঝাড়ায় মুজিববর্ষ পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাতিমা আজরীণ তন্বী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো. রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের ম্যানেজার সুব্রত হালদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, মো.ইলিয়াস তালুকদারসহ প্রমুখ।