বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে : কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি করবেন না। দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে।’ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে অপশক্তিকে দমন করতে হবে। উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।’ তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে। স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হবে।’ এ সময় কাদের বলেন, পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচনে সন্ত্রাসীদের ভাড়া করছে বিএনপি: কাদের মানুষের উদাসীনতা ভয়াবহ বিপদ ডেকে আনছে : কাদের জনগণের ঈদ যাত্রা করতে হবে নির্বিঘ্ন: কাদের বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের দেশের অর্থনীতি নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: কাদের বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের নেতৃত্বের দুর্বলতায় পিছিয়ে যাচ্ছে বিএনপি: কাদের বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে: কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের করোনা মুক্ত হয়েছেন জিএম কাদের অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে : কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: করতে হবেকাদেরবিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতিভোগ