করোনা ভ্যাকসিন: খুলনায় তালিকা তৈরিতে মাট পর্যায়ে কাজ করতে জনবল সংকট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ আতিয়ার রহমান,খুলনা : খুলনা জেলা ও উপজেলা গুলিতে যারা করোনা সংক্রমণ মোকাবিলায় সামনের সারিতে কাজ করেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের আগে ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে। খুলনায় প্রথম পর্যায়ে এ ধরনের কাজে জড়িত ৯৭ হাজার ২৩০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তবে জনবল সংকট ও সমন্বয়হীনতায় এ তালিকা তৈরির কাজ বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব দেওয়া হলেও দায়ত্বভার দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনকে। এ কারণে একক সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণও হচ্ছে।খুলনার স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে একান্ত আলাপ করে জানা গেছে, খুলনা সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে (১৬ থেকে ১৮ জানুয়ারি) তালিকা তৈরির কথা বলা হয়েছে। কিন্তু তিন দিন পার হলে ও এখনও অনেক উপজেলায় এ বিষয়ে বৈঠকই হয়নি। জনবল সংকটে এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রসহ তালিকা তৈরি করতে দেরি করছেন স্বাস্থ্য কর্মকর্তারাই। ফেব্রয়ারি মাসের প্রথম দিকে ওই টিকা খুলনায় আসার সম্ভাবনা রয়েছে। আসার সঙ্গে সঙ্গে দ্রুত টিকা প্রয়োগের বিষয়ে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধানে খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ জানুয়ারি প্রথম দিনে অনেক স্থানে কমিটির মিটিং হয়ন। প্রথম পর্যায়ে টিকার অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, বয়াজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা। খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ যায়যায়দিনকে জানান, ১৬ জানুয়ারি সকাল থেকে একইসঙ্গে সিটি করপোরেশন এলাকা ও ৯টি উপজেলায় তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মহানগরে টিকা কার্যক্রম পরিচালনা করবে কেসিসির স্বাস্থ্য বিভাগ। আর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নামের তালিকা প্রস্তত করতে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ের টিকা প্রদান শেষ হলে ধাপে ধাপে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়াা হবে। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম যায়ায়দিনকে জানান, সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। যার মেয়াদ শেষ হচ্ছে ১৮ জানুয়রি । এই সময়ের মধ্যে তালিকা তৈরি করা একেবারে অসম্ভব বলে মনে করেন তিনি। উপজেলা প্রশাসন থেকে দু’জন প্রতিনিধি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ১৭ জানুয়ারি একটি গাইডলাইন তৈরি করা হয়। কিন্তু পর্যাপ্ত মাঠকর্মী না থাকায় বয়াজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা, দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদের তালিকা তৈরি করা কষ্টকর । তিনি বলেন, আগে থেকে এমন কোনও ডাটাবেজ নেই, যার ওপর ভিত্তি করে রাতারাতি তালিকা তৈরি করা যাবে। খুলনা জেলা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার যায়যায়দিনকে জানান, ১৭ জানুয়াারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং করেছেন। ওই মিটিংয়ে কোন ফর্মুলায় তালিকা তৈরি করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ি কাজ চলছে। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নামের তালিকা সংগ্রহ করা হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ সুফিয়ান রস্তম বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে তাদের কর্মকর্তা-কর্মচারীর নাম দিতে বলেছি। কিন্তু বয়াজ্যেষ্ঠ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করতে ঝুক্কি পোহাতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে ইপিআই কার্যক্রমে জড়িতদের কাজে লাগানো যেতে পারে। তারা যেহেতু আগে থেকে টিকা কার্যক্রমে জড়িত, এ ক্ষেত্রে তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা সহজ হবে। এছাড়া ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়ে ও এই তালিকা তৈরি করা যায়।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথম পর্যায় তালিকায় খুলনায় সম্ভাব্য হিসাবে সিটি করপোরেশন ও দুটি পৌরসভার এক হাজার ৬৯০ জন কর্মকর্তা-কর্মচারী ধরা হয়েছে। এছাড়া খুলনায় কর্মরত সরকারি কর্মচারী ৩০ হাজার ৬০৬ জন, সরকারি হাসপাতালে ৪ হাজার ১৩০ জন, বেসরকারি হাসপাতালে ৮ হাজার ১০১ জন, আইনশৃঙ্খলা বাহিনী ১১ হাজার ৮১৩ জন, স্থানীয় সরকার শাখার ২ হাজার ৬৫৯ জন টিকা পাবেন। তালিকায় খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে টিকা পাচ্ছেন ৫৪৭ জন।### Share this:FacebookX Related posts: খুলনায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করলেন সিটি মেয়র খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আটক অর্ধশত, ৮ জনকে জরিমানা খুলনায় মুজিববর্ষে ঘর পাচ্ছেন সেই ‘মুক্তিযোদ্ধা’ অশোক দাস SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: করোনা ভ্যাকসিনকাজ করতেখুলনায়জনবল সংকটতালিকা তৈরিতেমাট পর্যায়ে