টিকা গ্রহণে ভারতে একজনের মৃত্যু, ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণের ২৪ ঘন্টা পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৪৪৭ জনের শরীরে। শনিবার ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের একজন কর্মী টিকা নেয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন। তবে জেলার প্রধান মেডিকেল অফিসার বলেছেন টিকা নেয়ার সাথে এই মৃত্যুর কোন সম্পর্ক নেই। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে হার্ট এবং ফুসফুসের জনিত রোগ বলা হয়েছে উত্তর প্রদেশের সরকার দাবি করেছে। রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই দিনে টিকা দেওয়ার পর ৪৪৭ জনের নানা ধরণের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, এবং বমিভাব। এসব উপসর্গকে টিকাদানের বিরূপ প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাজেশন (এইএফআই) বলে বর্ণনা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, যে সাড়ে চারশো লোকের মধ্যে টিকা নেওয়ার পর নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে, তাদের মধ্যে কারা কারা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত ‘কোভিশিল্ড’ আর কারা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন, সেই পরিসংখ্যান অবশ্য সরকার প্রকাশ করেনি। Share this:FacebookX Related posts: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮ ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ ভারতে মানুষের শরীরে করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু সরকারি চাপে ভারতে কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি ভারতে ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়াএকজনের মৃত্যুটিকা গ্রহণেভারতে