ডেমরায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। রবিবার রাতে ডেমরা চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ফারুক হোসেন (৩৩), মোঃ ইউনুছ আলী (৩৪), মোঃ তারেক (৩২), মোঃ ইউসুফ মোল্লা (২৪), মোঃ কালাম (৩০) ও মোঃ আলী আজম (৪৪)। গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে কক্সবাজার হতে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: ফাঁদ মামলায় ১০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার কাউকে গ্রেফতারের এখতিয়ার নেই দুদকের ওসি প্রদীপ গ্রেফতার যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার যশোরের শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫ ধুনটে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ ঢাকা এসেই গ্রেফতার সিকদার গ্রুপের এমডি রন SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রেফতারডেমরায় ইয়াবাসহ ৬ব্যবসায়ীমাদক