ছাড়পত্র পেল বাপ্পি-অপুর ‘প্রিয় কমলা’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ শাহরিয়ার নাজিম জয় নির্মাণ করেছেন ‘প্রিয় কমলা’। গত বিজয় দিবসকে টার্গেট করে তিনি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন। কিন্তু ১৩ ডিসেম্বর বোর্ড সদস্যরা ছবিটি দেখে কিছু সংশোধনী সাপেক্ষে আবার জমা দিতে বলে। পরবর্তীতে জয় নতুন করে ছবিটি জমা দেন। এবার বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়েছে।খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। খসরু বলেন, আমরা আগেরবার ছবিটি দেখে কিছু সংশোধনী দিয়েছিলাম। পরিচালক আমাদের সংশোধনী মেনে ছবিটি জমা দেন। এবার আমরা সেন্সর ছাড়পত্র দিতে সম্মত হয়েছি। ‘প্রিয় কমলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহরিয়ার নাজিম জয়। গল্প সম্পর্কে জয় বলেন, “যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।” ‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস ও বাপ্পী ছাড়াও আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। Share this:FacebookX Related posts: ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ রামেকের হিমঘরে পূজায় তিশার রঙ ৪১ বছরে তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া খান স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী আশার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য এবার খোলামেলা পোশাকে নুসরাত জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী তৃতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন জবি অধ্যাপক SHARES Matched Content বিনোদন বিষয়: ‘প্রিয় কমলা’ছাড়পত্র পেলবাপ্পি-অপুর