আনোয়ারায় বেহুন্দীজাল জব্দ

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র উপকূল ও বঙ্গোপসাগরে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে ১১ টি অবৈধ ও নিষিদ্ধ বেহুন্দীজাল জব্দ করেছে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী ।

পরে এসব জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান চলা কালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃমাহাববুর রহমান। অভিযানে সহাযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম, এফ.এ জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক ।