সোমবার থেকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ আদালত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিউজ ডেস্কঃ অবৈধ অভিবাসীদের সমস্যায় জর্জরিত এশিয়ার অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায়। এবার অবৈধ অভিবাসীদের বিচারের জন্য দুইটি বিশেষ আদালত পরিচালনা শুরু করবে মালয়েশিয়ান সরকার।সোমবার (৬ জানুয়ারি) মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী সেলাংগারের সেমেনিই এবং প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদের জন্মস্থান কেডাহার লাংকাউইতে দুইটি বিশেষ আদালত পরিচালনা হবে। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বেরনামার খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।খবরে প্রকাশ, অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায় অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এই বিশেষ আদালত পরিচালনা করা হবে। এই বিশেষ আদালত পরিচালনা হবে শুধু সেদেশের বিভিন্ন স্থানে বিদেশি অভিবাসিদের আটকের পর এই আদালতের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা।

উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানায়, এখন থেকে ইমিগ্ৰেশন বাহিনীর হাতে আটক কাগজপত্র বিহীন বিদেশি অভিবাসিদের আটকের পর বিচারের মুখোমুখি করা হবে।অভিবাসন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চৌদ্দটি ক্যাম্প রয়েছে, যেখানে ইমিগ্রেশন ও পুলিশের অভিযানে আটককৃতদের ওই ক্যাম্পে রাখার পর স্থানীয় আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়।এছাড়াও শাস্তির মেয়াদ শেষ হলে ওই ক্যাম্পে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হয় অভিবাসীদের। আর এই বিশেষ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম এবং দীর্ঘ পথ অতিক্রমের সফলতা আসবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।