সন্ধ্যার পর তীব্র শীত, আভাস দিয়েছে আবহাওয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। রোববারও দেশের কয়েক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে আজ সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা। এমন আভাস দিয়েছে আহবাওয়া অধিদপ্তর।তারা জানিয়েছে, উত্তরাঞ্চলের দ্বারপ্রান্তে শৈত্যপ্রবাহ। রোববার সন্ধ্যা থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। সোমবার ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরো কমতে পারে এবং আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার ঢাকা ও এর পাশাপাশের এলাকা এবং উত্তরাঞ্চল থেকে মেঘ সরে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।আগামী দুইদিনে দেশের অবশিষ্টাংশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া পূর্বাভাস মতে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এ সময় অঞ্চলভেদে তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Share this:FacebookX Related posts: ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত বৃষ্টিতে দুর্ভোগে ঢাকাবাসী, আবহাওয়া দিল ভয়ঙ্কর তথ্য কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বেক্সিমকো চলতি মাসেই শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আভাস ঢাকা সিটি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে: সিইসি আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে SHARES Matched Content জাতীয় বিষয়: আবহাওয়াআভাসদিয়েছেসন্ধ্যার পর তীব্র শীত