ফের তিনটি কেমিকেল গোডাউনে ভয়ঙ্কর বিস্ফোরণ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীতে তিনটি কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা পলাশ আহমেদ গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

এর আগে, গত বছরের ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় এক কেমিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হয় ৭৮ তাজা প্রাণ।এছাড়া অগ্নিদগ্ধ ও আহত অন্তত ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। অনেকেরই পরিচয় জানতে হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। ওই ঘটনার তদন্ত আজও শেষ হয়নি।