১০ লাখ শীতার্তের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ‘মিলিয়ন স্মাইলস’ক্যাম্পেইন শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘কাতার চ্যারিটি’ সামাজিক যোগাযোগ প্লাটফর্মে ‘হ্যাশট্যাগ মিলিয়ন স্মাইলস’ দিয়ে শীতকালীন ক্যাম্পেইন শুরু করেছে। এই প্রচারাভিযানের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের ১০ লাখের বেশি ভুক্তভোগী মানুষকে সহায়তা করার টার্গেট নেওয়া হয়েছে বলে বুধবার সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়। ‘ওয়ার্মথ অ্যান্ড পিস’ শিরোনামে এই প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে- বিভিন্ন দেশে প্রচণ্ড শীতে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়া বাস্তুচ্যুত ও শরণার্থীদের কাছে প্রয়োজনীয় খাদ্য, গরম কাপড়, স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত সব উপকরণ সরবরাহ করা। আর এই উদ্যোগে অংশ নিচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, আইনজীবী এবং প্রচারকর্মীরা। কাতার চ্যারিটি এমন একটি সময়ে ‘মিলিয়ন স্মাইলস’ উদ্যোগের এই সূচনা করছে, যখন বিভিন্ন দেশে শরণার্থী এবং বাস্তুচ্যুত অসংখ্য মানুষ প্রচণ্ড শীতে কঠোর পরিস্থিতিতে জীবনযাপন করছে। পাশাপাশি তাদের খাদ্য, ওষুধ, কম্বল এবং আশ্রয়ের প্রয়োজনীয়তাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখন সমাজসেবীদের একত্রে এগিয়ে আসা খুবই প্রয়োজন। কাতার চ্যারিটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে যুক্তদের এবং সাধারণ জনগণকে এই মানবিক লক্ষ্য অর্জনের পথে যে যার অবস্থানে থেকে প্রচারাভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে। Share this:FacebookX Related posts: আজ থেকে শুরু ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বায়তুল মোকাররম থেকে ইশরাকের প্রচারণা শুরু মুজিববর্ষের কাউন্টডাউন শুরু, উদ্বোধন বিকেলে কবে শুরু হবে এইচএসসি পরীক্ষা, জানা যাবে দুপুরে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরু বৃহস্পতিবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার টিকা প্রয়োগ শুরু সংসদ অধিবেশন শুরু সারাদেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি শুরু সারাদেশে একযোগে করোনার গণটিকা শুরু আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: ১০ লাখ শীতার্তের পাশে দাঁড়াতে কাতার চ্যারিটির ‘মিলিয়নক্যাম্পেইনশুরুস্মাইলস’