ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ নিউজ ডেস্কঃ ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে রোববার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।৪০তম আনসার ও ভিডিপি জাতীয় সমাবেশ উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড চত্বরে সমাবেশ মিলিত হয়। মহা পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এমডিসি,পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪০তম জাতীয় সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপির সদস্য ও সদস্যাদের উল্লেখ যোগ্য ভুমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে শান্তি শৃংখলা ও আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপির সদস্য ও সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্জাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতিয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। পরে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ মোহাম্মদ কায়কোবাদ সাংবাদিকদের সাথে আলাপকালে আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম, কর্ম, রাজনৈতিক নেতৃত্ব এবং জীবনাদর্শ সম্পর্কে গ্রামের মানুষকে অবহিত করতে আনসার ভিডিপির পক্ষ থেকে প্রামাণ্যচিত্র তৈরি করা হচ্ছে।এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল জেলা পর্যায়ের ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ ২০২০ উদ্বোধন উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন। Share this:TwitterFacebook Related posts: ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’: হাইকোর্ট করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় চিড়িয়াখানা বন্ধ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক জাতীয় শোক দিবস কাল করোনা কেড়ে নিলো আরো ৪৫ জনের প্রাণ আশুরার চেতনা ধারণ করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী পুলিশের নারী নির্যাতনবিরোধী সমাবেশ আজ জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার, আশপাশে বসবাসরতের জন্য নতুন নির্দেশনা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অনুষ্ঠিতজাতীয়ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ওসমাবেশ