সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার রাজধানীতে সাকরাঈন উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মেয়র তাপস বলেন, ‘ব্যক্তিগত আক্রোশে সাবেক মেয়র সাঈদ খোকনের নানা অভিযোগ ও বিরূপ মন্তব্য মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অতি উৎসাহী হয়েই হয়তো তারা মামলা করেছেন। তাদের করা মামলা আমি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’ সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে ওই দুটি মামলা করা হয়। ৫০০ দণ্ডবিধির আওতায় মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা করেন কাজী আনিসুর রহমান। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাভোকেট মো. সারোয়ার আলম। Share this:FacebookX Related posts: ধ্বংসাত্মক ঢাকাকে পরিবর্তনের আহ্বান ইশরাকের সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান ফখরুলের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকের কাজ নয় : হাছান কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন করোনা নিয়েও নালিশের রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের মাঠে নয়, বিএনপি শুধু টিভিতেই সাহারা খাতুনের মরদেহ আসছে রাতে, বনানীতে দাফন শেখ রাসেলের জন্মদিন আজ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহ্বানতাপসের:প্রত্যাহারেরসাঈদ খোকনের বিরুদ্ধে মামলা