কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরার উত্তর-পূর্ব দিকে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে।

জানা গেছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। গত বছরের ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।

ডোডার জেলা প্রশাসক এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।