আটক চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ আন্তর্জাতিক ডেস্কঃ বিরোধপূর্ণ লাদাখ সীমান্ত পেরিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়া এক চীনা সেনাকে ফিরিয়ে দিয়েছে ভারত। সোমবার (১১ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “৮ জানুয়ারি ২০২১- এ ধরা পড়া পিপলস লিবারেশন আর্মি অব চায়নার (পিএলএ) এক সেনাকে সোমবার সকাল ১০ টা ১০ মিনিটে চুশূল-মোল্ডোতে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে।” আটকের পর গত শনিবারই সীমান্ত এলাকায় নিখোঁজ ওই সেনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল চীন। ভারতীয় ভূখণ্ডে তাদের সেনার ভুল করে ঢুকে পড়ার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকেও জানিয়েছিল চীন। লাদাখের প্যাংগং সো হ্রদের দক্ষিণে ওই চীনা সেনা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন ভারতের এক কর্মকর্তা। সম্প্রতি কয়েকাসের মধ্যে এটি সেনা ফিরিয়ে দেওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে গত অক্টোবরে দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনের আরেক সেনা। সেসময়ও ভারত কয়েকদিনের মধ্যেই সেই সেনাকে ফিরত দিয়েছিল। গত বছর লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনারা কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। গত জুনে দু’পক্ষে ভয়াবহ সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। চীনা পক্ষেও ঘটেছিল হতাহতের ঘটনা, দাবি ভারতের। চীন এবং ভারত দুপক্ষই তখন থেকে লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনের পথ খুঁজছে। তবে আলোচনার মধ্য দিয়ে উত্তেজনা নিরসনে অগ্রগতি হচ্ছে সামান্যই। শীতের এই সময়ে চীন এবং ভারত দুই পক্ষই সীমান্তের দুই পারে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে। Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া ভারতে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত ২১ দিনের জন্য লকডাউন ভারত ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন প্রয়োগের অনুমতি দিল ভারত চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত! ব্রাজিলের পথে হাঁটছে ভারত সীমান্তে সেনা মৃত্যুর পরেও চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত ধর্ষণের পর মা-ছেলেকে বেঁধে নদীতে ফেলে দিল দুষ্কৃতকারীরা বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আটক চীনাদিলফিরিয়েভারতসেনাকে