পীরগঞ্জ থানায় ২৬ জন চোরাচালানীর আত্মসমর্পন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর ৪২ বর্ডার গাড ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৮০ কিঃমিঃ সীমান্ত এলাকার ১৬ টি বিওপি ক্যাম্পের অধিনস্থ এলাকা দিয়ে মাদক ও ভারতীয় পণ্য প্রতিরোধ চোরাচালানীদের সনাক্ত করে তাদের অন্য পেশায় নিয়জিত করতে বিজিবি উদ্বদ্ধ করন কার্যক্রম শুরু করেছে।
দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম জানান, জেলার সদর উপজেলার খানপুর বিওপি থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ চাদের হাট বিওপি পর্যন্ত প্রায় ৮০কিঃমি সীমান্ত এলাকা চোরাচালান ও মাদকমুক্ত করতে বিজিবির সদস্যরা চোরাচালানীদের একটি তালিকা প্রকাশ করেছে। চোরাচালানী কর্মকান্ডের সাথে জরিত এবং এর সাথে সংশ্লিষ্ট প্রায় সাড়ে ৩শ ব্যাক্তির একটি তালিকা প্রকাশ করা হয়।

এই তালিকা অনুযায়ী ১১ জানুয়ারী সকাল ১০টায় দিনাজপুর ৪২ বিজিবির অধিনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চাদের হাট বিওপির এলাকায় ইন্দ্রইল উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির চাদের হাট কোম্পানীর অধিনস্থ ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের আহ্বানে চিহ্নিত চোরাচালানীদের সাথে বৈঠক করা হয়। বৈঠকে চোরাচালানীদের জরিত ২৬ জন মাদক ও চোরাকারবারী তাদের অবৈধ পেশা ছেড়ে দিয়ে বিজিবির নিকট উন্মুক্ত সভায় আত্মসমর্পন করেন।

তারা বলেন, এখন থেকে আর চোরাচালান ও মাদক ব্যবসা তারা করবে না। নিজেরা কৃষি কাজ, মুজুরী বা অন্যকোন বৈধ পেশায় জীবিকা নির্বাহ করবে। সেই সাথে যারা এই পেশায় এখনো রয়েছে তাদেরকে চোরাচালানী ও মাদক পণ্য সহ ধরিয়ে দিতে বিজিবিকে সহায়তা করবে। পর্যায়ক্রমে অন্য চোরাচালানীরা যাতে ওই অবৈধ পেশা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায় সে বিষয়ে তারা বিজিবিকে সহায়তা দেবে।

অনুষ্ঠানে ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি দিরেন্দ্র নাথ, ইউনিয়ন চেয়ারম্যান সজল আকন্দসহ ওই এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।