পীরগঞ্জ থানায় ২৬ জন চোরাচালানীর আত্মসমর্পন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর ৪২ বর্ডার গাড ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৮০ কিঃমিঃ সীমান্ত এলাকার ১৬ টি বিওপি ক্যাম্পের অধিনস্থ এলাকা দিয়ে মাদক ও ভারতীয় পণ্য প্রতিরোধ চোরাচালানীদের সনাক্ত করে তাদের অন্য পেশায় নিয়জিত করতে বিজিবি উদ্বদ্ধ করন কার্যক্রম শুরু করেছে। দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম জানান, জেলার সদর উপজেলার খানপুর বিওপি থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ চাদের হাট বিওপি পর্যন্ত প্রায় ৮০কিঃমি সীমান্ত এলাকা চোরাচালান ও মাদকমুক্ত করতে বিজিবির সদস্যরা চোরাচালানীদের একটি তালিকা প্রকাশ করেছে। চোরাচালানী কর্মকান্ডের সাথে জরিত এবং এর সাথে সংশ্লিষ্ট প্রায় সাড়ে ৩শ ব্যাক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা অনুযায়ী ১১ জানুয়ারী সকাল ১০টায় দিনাজপুর ৪২ বিজিবির অধিনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চাদের হাট বিওপির এলাকায় ইন্দ্রইল উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির চাদের হাট কোম্পানীর অধিনস্থ ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের আহ্বানে চিহ্নিত চোরাচালানীদের সাথে বৈঠক করা হয়। বৈঠকে চোরাচালানীদের জরিত ২৬ জন মাদক ও চোরাকারবারী তাদের অবৈধ পেশা ছেড়ে দিয়ে বিজিবির নিকট উন্মুক্ত সভায় আত্মসমর্পন করেন। তারা বলেন, এখন থেকে আর চোরাচালান ও মাদক ব্যবসা তারা করবে না। নিজেরা কৃষি কাজ, মুজুরী বা অন্যকোন বৈধ পেশায় জীবিকা নির্বাহ করবে। সেই সাথে যারা এই পেশায় এখনো রয়েছে তাদেরকে চোরাচালানী ও মাদক পণ্য সহ ধরিয়ে দিতে বিজিবিকে সহায়তা করবে। পর্যায়ক্রমে অন্য চোরাচালানীরা যাতে ওই অবৈধ পেশা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায় সে বিষয়ে তারা বিজিবিকে সহায়তা দেবে। অনুষ্ঠানে ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি দিরেন্দ্র নাথ, ইউনিয়ন চেয়ারম্যান সজল আকন্দসহ ওই এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: পীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন SHARES Matched Content দেশের খবর বিষয়: ২৬ জনচোরাচালানীর আত্মসমর্পনথানায়পীরগঞ্জ