চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিউজ ডেস্কঃ চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ জানুয়ারি) মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় অফিস খুলে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তারা।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সবুজ কাজী (৩৩), মো. শাওন মহলদার (২০), মো. মাহবুব আলম (৪৫) ও মো. আমিরুল ইসলাম (২৪)।

এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফরম, নিয়োগ বিজ্ঞপ্তি, অঙ্গীকারনামা, যোগদানপত্র, টাকা জমাদানের রশিদ, জাতীয় পরিচয়পত্র ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী বলেন, তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড নামে একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে আশুলিয়া থানাধীন তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড এর অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।