চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ নিউজ ডেস্কঃ চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ জানুয়ারি) মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় অফিস খুলে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তারা। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. সবুজ কাজী (৩৩), মো. শাওন মহলদার (২০), মো. মাহবুব আলম (৪৫) ও মো. আমিরুল ইসলাম (২৪)। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফরম, নিয়োগ বিজ্ঞপ্তি, অঙ্গীকারনামা, যোগদানপত্র, টাকা জমাদানের রশিদ, জাতীয় পরিচয়পত্র ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী বলেন, তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড নামে একটি কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে আশুলিয়া থানাধীন তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড এর অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: ইউএনও ওয়াহিদার ওপর হামলা : গ্রেফতার ৪, দুইজন যুবলীগের থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রত্যেক উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর মাস্ক না পরলেই ব্যবস্থা, নির্দেশনা ৩১ আগস্ট পর্যন্ত থাকবে ‘দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে শেখ কামালের স্বপ্ন ছিল আকাশছোঁয়া’ ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সংসদীয় কমিটির সুপারিশ যাদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হলো ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রেফতার-৪চাকরি দেয়ারনামে প্রতারণা