যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু-শনাক্ত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। দেশটিতে গত শুক্রবার ২৪ ঘণ্টায় রেকর্ড দুই লাখ ৯০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া গত একদিনে দেশটিতে রেকর্ড তিন হাজার ৬৭৬ জন মারা গেছে। এর আগের দিন দেশটিতে একদিনে করোনার মৃত্যু হয়েছে প্রায় চার হাজার জনের।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্যমতে, দেশটিতে বর্তমানে এক লাখ ৩১ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে। বিশ্বে সবচেয়ে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৬১ হাজার ৮৪৪ জন। এতে মারা গেছে জনের তিন লাখ ৬৮ হাজার ৭৬৯ জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আল জাজিরা