মাধ্যমিকে এখনো ৭০ শতাংশ বই আসেনি রাজশাহীতে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ অনলাইন ডেস্ক : রাজশাহীতে শুধু ৩০ শতাংশ বই এসেছে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে। এবছর অষ্টম শ্রেণি বাদে সব শ্রেণির শিক্ষার্থীরা নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ শুকেছে। তবে বাকির হিসেবে ৭০ শতাংশ বই এখনও আসেনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। সংশ্লিষ্টরা বলছেন, বই কিছু কিছু করে আসছে। যে বইগুলো বাকি আছে সেগুলো আগামি ১৫ জানুয়ারির মধ্যে আসবে। এরপরে বিদ্যালয় পর্যায়ে পাঠানো হবে। তখন বিদ্যালয় প্রধানরা তা শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। তবে বই বিতরণ সম্পন্ন করেছে রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিস। তারা প্রতিটি স্কুলে বই পৌঁছানো ও বিতরণ সম্পন্ন করেছে। এ বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে বই না আসায় রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ে বণ্টন সম্ভব হয়নি। এর মধ্যে ষষ্ঠ-সপ্তম শ্রেণি ছয়টা ও নবম শ্রেণির শিক্ষার্থীরা একটি করে বই পেয়েছে। আর বই আসলে বিদ্যালয়গুলোতে দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির ইসলাম। তিনি জানান, ৭০ শতাংশ বই এখানও আসেনি। ৩০ শতাংশ বই বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য পাঠানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সেগুলো বিতরণ করেছেন। এবছর জেলায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৬৪ লাখ। এর মধ্যে অষ্টম ছাড়া সব শ্রেণির বই কিছু কিছু এসেছে। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, অষ্টম শ্রেণি ছাড়া সব শ্রেণির বই বিতরণ করেছি। তবে কোনো শ্রেণীতেই পুরো এক সেটা বই দেওয়া সম্ভব হয়নি। এখন যে বইগুলো বাকি আছে, সেগুলো মাধ্যমিক শিক্ষা অফিস দিয়ে দিলেই পর্যায়ক্রমে বিতরণ করা হবে। অন্যদিকে, জেলায় প্রাথমিক পর্যায়ের বই বিতরণের বিষয়ে শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, প্রাথমিকের সব বই বিতরণ সম্পন্ন হয়েছে। এবছর খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মের বই একই সঙ্গে এসেছে। তাই বই বিতরণ বাকি নেই। Share this:FacebookX Related posts: রাণীনগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরীক্ষা রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে জামিন ও শুনানির জন্য দুটি ভার্চ্যুয়াল কোর্ট রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী রাজশাহীতে উঁকি দিচ্ছে আমের মুকুল SHARES Matched Content রাজশাহী বিভাগ বিষয়: এখনো ৭০ শতাংশ বই আসেনিমাধ্যমিকেরাজশাহীতে