প্রতিবন্ধী কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ‘কুল’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘনা ইউনিয়নের আরশনগর গ্রামের কৃষক হোসেন সরদার। শ্রবণপ্রতিবন্ধী এই কৃষকের প্রতিটি গাছে কুল ধরেছে দুই থেকে চার মণ। যে কুল পাইকারী বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ টাকা দরে। কুল বা বরই। নাম শুনলেই জিভে জল আসতে পারে অনেকের। টক-মিষ্টি স্বাদের এই ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন হোসেন সরদারের কুল বাগান দূর থেকে দেখলে মনে হবে লাল আর সবুজের মেলা বসেছে সেখানে। কাছে গিয়ে বোঝা যায়, লাল কুলের ভরে নুয়ে পড়েছে গাছের ডাল। মাটি থেকে গাছের ডগা আর ডগা থেকে মাটি পর্যন্ত কুল আর কুল। হোসেন সরদার নামে এই কৃষক জানান, এক একর (তিন বিঘা) জমিতে কুলের চাষাবাদ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে আপেল কুল, কাশ্মিরী কুল এবং সাতক্ষীরার নারিকেল কুল। আকর্ষণীয় রং হওয়ায় বাজারে এ কুলের কদরও দিন দিন বাড়ছে। পাইকাররা বাগান থেকে সেই কুল কিনছেন ১৪০ টাকা প্রতি কেজি দরে। চলতি বছর এই বাগান থেকে ৬/৭ লাখ টাকার কুল বিক্রির আশা করছেন হোসেন। স্থানীয়রা বলছেন, হোসেন সরদার কৃষি কাজে লেগে থাকে এবং সে গাছ নিয়ে গবেষণাও করে। তার বাগানের প্রতিটি গাছের ডালের গোড়ার দিক থেকে ২/৩ ইঞ্চি পরিমাণ ছাল তুলে ফেলা হয়েছে। ফলে এ বছর অন্য কারো কুল গাছে ফলন ভাল না হলেও তার গাছের ডাল কুলের ভরে ভেঙ্গে পড়ছে। হোসেন সরদার শ্রবণপ্রতিবন্ধী হলেও সে স্বাবলম্বী। জানা যায়, নিজে প্রাথমিকের গন্ডি পার হলেও ছেলে-মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করেছেন হোসেন। সম্পদের পাশাপাশি এই কৃষি কাজ তাকে এনে দিয়েছে সম্মানও। প্রতিদিনই তার বাগান দেখতে ভিড় করেন বহু মানুষ। আর স্থানীয় কৃষকরা তার কাছে যান কৃষি পরামর্শ নিতে। হোসেন সরদার জানান, তার ৯০টি কুল গাছ রয়েছে যা সংগ্রহ করা হয়েছে পাইকগাছা গদাইপুর থেকে। গাছগুলোর বয়স দুই বছর। এ বছর যে ফলন হয়েছে তা থেকে ৬/৭ লাখ টাকা আয় হবে এবং আগামীত ফলন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘হোসেন সরদার সহজ সরল প্রকৃতির একজন মানুষ। কৃষি কাজ করে তিনি এখন স্বাবলম্বি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে তিনি কাশ্মিরী, আপেল কুল এবং সাতক্ষীরার নারিকেল কুলের চাষাবাদ করেছেন। ফলনও অনেক ভালো হয়েছে। কৃষি কাজে তার অনেক দক্ষতা রয়েছে।’ এ বিষয়ে খুলনা জেলা কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘হোসেন সরদার একজন ভালো কৃষক। কুল চাষাবাদে সে তার নিজের প্রযুক্তি ব্যবহার করেছে। আর ফলনও ভালো হয়েছে। যদিও এ বছর জেলার অন্যান্য জায়গায় কুলের ফলন তেমন ভালো হয়নি। Share this:FacebookX Related posts: বাগেরহাটে ১৫ হাজার চাষির বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি বলসুন্দরী কুলচাষে স্বাবলম্বী সাইফুল গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে মাশরাফির পক্ষ থেকে কম্বল বিতরণ মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন চিতলমারীতে ২৪ ঘন্টায় শসার দাম অর্ধেক! ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা ফসলের মাঠে হলুদের ঢেউ কেশবপুরের কৃষক-কৃষাণীদের নতুন স্বপ্ন চিতলমারীতে টমেটোর মূল্য বিপর্যয়: ৮০ টাকা কেজির টমেটো ৫ টাকা কেজি SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকের মুখেপ্রতিবন্ধীহাসি ফুটিয়েছে ‘কুল’