
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের অনিখিলের চালা এলাকা থেকে সোহেল রানা (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোহেল রানা কাপাসিয়া উপজেলার নলগাও গ্রামের রফিকুল ভুঁইয়ার ছেলে। তিনি গত বছর এসএসসি পাশ করেছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমজাদ শেখ জানান, সোহেল পরীক্ষা পাসের পর কলেজ ভর্তি হননি। গতরাতে বাড়ি থেকে বের হয়ে সকাল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। সকালে ওই এলাকার একটি গাছের নিচে ফাঁকা জায়গায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, লাশের পাশে একটা কীটনাশকের বোতল পাওয়া গেছে। মরদেহের মুখে ফেনা আছে, মুখ থেকে বিষের গন্ধও পাওয়া গেছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।